অনলাইন
আসিফ মাহমুদের সাবেক এপিএস’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
(১ দিন আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৩ অপরাহ্ন

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তার এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
শনিবার (২৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা যায়। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরো যাচাই বাছাইয়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এর আগে গত বৃহস্পতিবার দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে সংস্থার একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপদেষ্টার এপিএস হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এসময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল মোয়াজ্জেম পদত্যাগ করেন। এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই গণমাধ্যমে জানান, সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুদকে অনুরোধ জানিয়েছেন।
পাঠকের মতামত
উপদেষ্টা যখন নৈতিক ভাবে খারাপ হয় তখনই তার এপিএস রা সুযোগ নেয়।
সাবেক এপিএস যদি দুরনীতি সাথে জরিত থাকে তাহলে উপদেষ্টার না জানার কথা নয়। তাকেও জিজ্ঞাসাবাদ করা হোক।