অনলাইন
চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানীর পল্টনে পুঁজিবাজার প্রতিবেদকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। চট্টগ্রাম বন্দরের টার্মিনালে যাতে তারা ইনভেস্ট করেন, ম্যানেজ করেন, সো ফার আমরা তাদের কাছ থেকে অ্যাসিউর (নিশ্চয়তা) পেয়েছি-তারা ৩ বিলিয়নের ডলার মতো ইনভেস্ট করবে। এই চট্টগ্রাম বন্দরের এফিসিয়েন্সি লেভেল যদি দ্রুতভাবে এগিয়ে নিতে পারি, সেটার একটা মাল্টিপ্লেয়ার এফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতে।’
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলের শেষ দিকে ডলারের একটা ক্রাইসিস ছিল, সেটা বর্তমানে আর নেই বলেও উল্লেখ করেন শফিকুল আলম।
পাঠকের মতামত
অন্তরবর্তী সরকারের, অন্তরবর্তী কালীন সময়ে যে যে কাজ করবে তার একটি অগ্রাধিকার ভিত্তিক তালিকা তৈরী করে জনগনকে অবহিত করা প্রয়োজন।