অনলাইন
হাসপাতালে জুলাই আন্দোলনে আহত ৪ জনের বিষপান
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৮:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনে আহত, চোখে আঘাতপ্রাপ্ত চারজন বিষপান করেছেন। সঠিক চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে বিষপান করেন বলে অন্য আহতরা জানিয়েছেন। বর্তমানে তারা সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। হাসপাতাল পরিচালক জানিয়েছেন, বিব্রতকর পরিস্থিতি তৈরি করতেই আহতরা বিষপান করেছেন বলে তিনি মনে করেন।
হাসপাতাল সূত্র জানায়, রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে। বিষপানকারী চারজন হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন। পরে তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসপাতাল পরিচালকের সঙ্গে বৈঠক করার সময় ওই চারজন দাবি নিয়ে তার কক্ষে যান। ফাউন্ডেশনের সিইও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষপান করেন তারা। তাদের মধ্যে একজন একমাস আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে এসেছেন। বাকী তিনজন দু’দিন আগে পুনরায় হাসপাতালে ভর্তি হন।
বিষপানের ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, তাদের তিনজন গত দু’দিন আগে পুনরায় ভর্তি হয়েছেন। একজন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। আমার ধারণা একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতেই এই বিষপান।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ৫৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪৬ জন হাসপাতালে না থাকলেও চলে। তবে ফলো আপের প্রয়োজন রয়েছে।
পাঠকের মতামত
হাসপাতাল পরিচালক জানিয়েছেন, বিব্রতকর পরিস্থিতি তৈরি করতেই আহতরা বিষপান করেছেন বলে তিনি মনে করেন। কতটা অদক্ষ আর মূর্খ হলে এই মন্তব্য করা সম্ভব চিন্তা করা যায়! বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে আপনি কি বিষ পান করতে পারবেন জনাব পরিচালক?
অত্যন্ত করুণ ও মর্মান্তিক ঘটনা। মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করছি। আন্দোলনে মরহুমদের অবদান ছিলো অনেক। এ ধরনের ঘটনার যেনো পুনরাবৃত্তি না হয় সেজন্য সদাশয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সত্যি কথা বলতে কি এই দেশে ভালো মানুষের স্থান নেই। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরো ভালো হতো।
নাদুস নুদুস নাহিদ, আসিফ, সার্জিস কে ই কি চাটগাঁওয়ের ইউনূসের পছন্দ? হাজার হাজার আহত অসহায় জুলাই যোদ্ধাদেরকে কি ইউনূস পছন্দ করে না?