অনলাইন
জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত!
মানবজমিন ডিজিটাল
(৫ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৮:৩৪ অপরাহ্ন

জাপানকে পিছনে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হলো ভারত। এ কথা জানিয়েছেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্ম্যণম। শনিবার নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিল বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সুব্রহ্ম্যণম বলেন, 'আমরা এখন চতুর্থ স্থানে। আমাদের অর্থনীতি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের। আমাদের উপরে শুধু আমেরিকা, চীন আর জার্মানি। সঠিক পথে চললে আগামী আড়াই-তিন বছরের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারি।' তিনি আরও জানিয়েছেন, সামগ্রিক ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ ভারতের পক্ষেই রয়েছে। এই সাফল্যের পিছনে দেশে চালু হওয়া বিভিন্ন আর্থিক সংস্কার যেমন কাজ করেছে, তেমনই আন্তর্জাতিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিও ভারতের পক্ষে গিয়েছে বলে জানান তিনি। বিশ্ব বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো প্রকল্পের মাধ্যমে সরকার বড় পদক্ষেপ করেছে। সেই প্রকল্পও অর্থনীতির এই অভূতপূর্ব উন্নতির পিছনে রয়েছে বলে জানা যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, 'আইফোন আমেরিকাতেই তৈরি হওয়া উচিত, ভারতের মতো দেশে নয়।' সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সুব্রহ্মণ্যম বলেন, 'আমেরিকার ভবিষ্যৎ শুল্কনীতি কী হবে, তা পরিষ্কার নয়। তবে ভারত এখনও সস্তায় উৎপাদনের দারুণ একটা জায়গা। সেই জায়গাটা ভারত ধরে রাখবে।' এছাড়া তিনি জানিয়েছেন, অগস্টে দ্বিতীয় দফার সম্পত্তি বিক্রির কর্মসূচি শুরু করতে চলেছে সরকার, যার মাধ্যমে কিছু সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিয়ে রাজস্ব আদায় বাড়ানো হবে। প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী সরকার টার্গেট করেছিল, ২০২৭ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসাবে তুলে ধরা। ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন অর্থাৎ পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ভারত। তবে সেই লক্ষ্য পূরণ না হলেও মোটামুটিভাবে ২০২৯ লোকসভা নির্বাচনের আগে ভারতকে তৃতীয় করার লক্ষ্য রাখছে কেন্দ্র।
সূত্র: হিন্দুস্থান টাইমস
পাঠকের মতামত
জাপনের জনসংখ্যা ১২ কোটি, ভারতের ১৪০ কোটি। এখানে খুশি হয়ে নাচানাচি করার কি আছে? মাথাপিছু আয় দিয়ে প্রকৃত হিসাব বের করলেই জীবনযাত্রার মান সম্পর্কে প্রকৃত ধারনা পাওয়া যাবে।
পাগলের সুখ মনে মনে। খবরের সোর্স হিন্দুস্থান টাইমস
INTERNATIONAL REPORT KI BOLCHE ?