অনলাইন
অধ্যাপক ইউনূস 'পদত্যাগের বিষয়ে ভাবছেন': নাহিদ ইসলাম
(৩ দিন আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন মি. ইসলাম।
বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মি. ইসলাম ।
তিনি বলেন, "দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম।"
প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মি. ইসলাম।
বিবিসি বাংলাকে তিনি বলেন, " স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি... যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার.....। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে।"
"আমিতো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো " বলেন মি. ইসলাম।
প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির নেতা মি. ইসলাম।
মি. ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেছেন, " আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন। এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সাথে আশা করি কো-অপারেট করবেন। "
প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান মি. ইসলাম।
বিবিসি বাংলাকে তিনি বলেন, "হ্যাঁ যদি কাজ করতে না পারেন, থাকবেন, থেকে কী লাভ।"
এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা মি. ইসলামকে জানিয়েছেন "পদত্যাগের বিষয়ে ভাবছেন" তিনি।
"উনি বলছেন উনি এ বিষয়ে ভাবতেছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না।
পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে মি. ইসলাম বলেন, "এখন ওনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়.... সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন?"
প্রসঙ্গত আজই অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে।
পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই দুই উপদেষ্টাসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহতি দাবি করেছে।
এদিকে, বিএনপি'র এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে 'বিএনপির মুখপাত্র' হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি'র এক শীর্ষ নেতা, তবে তা "সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে"।
এই তিনজন হলেন— আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
এরই মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখপ্রকাশ করেছেন।
সূত্র: বিবিসি বাংলা
পাঠকের মতামত
ওনারা কেন বিদেশি মিডিয়া বি বি ছি বাংলা, আল জাজিরা এ বক্তব্য দেন? দেশে কি কোন মিডিয়া নেই? নাহিদ সাহেব বি বি ছি বাংলা এ বক্তব্য দিয়েছেন।
Ncp created problems.
এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারী কয়দিন জেল খাটছেন, এদের কথায় সামান্যতম আদব কায়দা নাই, আগষ্টে ৫ তারিখের আগে তাকে কে চিনতো।
অধ্যাপক ইউনুস যদি পদত্যাগের কথা ভাবেন তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয় কারণ আপনাদের দল এনসিপি থেকে যেভাবে বিভিন্ন বিষয়ে মাঠ থেকে প্রতিনিয়ত প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টাগণ দের আলটিমেটাম দিয়ে হুমকিধামকি দিচ্ছেন এটা খবই নিন্দনীয় আপনাদের হুমকিতে মনে হচ্ছে ড,মুহাম্মদ ইউনুস জোর করে ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন অথচ সাধারণ জনগণ একটা কথা ভালো ভাবে বুঝে ড,মুহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং উনি ক্ষমতালোভী নয়। সুতরাং ড,মুহাম্মদ ইউনুস মনে করে ইজ্জতের সহিত চলে যাওয়াটা অনেক ভালো।
১৭/১৮ বছরের নির্যাতন, নিপিড়ন, মামলা, জেল, যুলুম, গুম, হত্যা ইত্যাদি সহ্য করা বি এন পি জনমানুষের দল, দেশপ্রেমিক দল হতে পারেনি!!! আফসোস!! বর্তমান পরিস্থিতি মোটেও ভালো লক্ষন নয়!!! বর্তমান এই সুযোগ হারালে, নিজেদের ক্ষতিতো হবেই, দেশেরও বিশাল ক্ষতির জন্য তাদেরকেও দায়ী হয়ে থাকতে হবে!!!
It needs both hands to make a clapping sound.
It needs both hands to make a clapping sound.
তোমাদের তো সুখে থাকতে ভূতে কিলায় অবস্থা - ইউনুস গেলে, মোদী বা ট্রামের চাইতে ভালো কাউরে পাইবা না
ডঃ মোহাম্মদ ইউনুস স্যারকে ছাড়া এখনই এগোনোর কোন উপায় নেই। বিএনপি বালির ট্রাক আর আইনা ঘোরের কথা ভুলে যেও না।
Dr. Yunus is the only person in Bangladesh who can save the country. For God's sake let him work independtly.