অনলাইন
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৯ অপরাহ্ন

অর্থ মন্ত্রণালয় থেকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকের অধ্যাদেশ সংশোধনের ঘোষণা আসার পর অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিষদ। আজ রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট যে, এনবিআর বিলুপ্ত হবে না; বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা হবে। রাজস্ব নীতি প্রণয়ণের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা হবে এবং অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। একইসাথে, জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে টেকসই রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই প্রত্যয়কেও আমরা স্বাগত জানাই। এর ফলে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের স্বতন্ত্র ও শক্তিশালী রাজস্ব এজেন্সি প্রতিষ্ঠার পথে যাত্রা শুরু করলো বলে আমরা মনে করি। সরকারের এই ঘোষণার ফলে আমাদের এতদিনের দাবী ও কর্মসূচির যৌক্তিকতা দেশবাসীর নিকট প্রমাণিত হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আগামীকাল থেকে ঘোষিত কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হলো। তবে, আমাদের দ্বিতীয় দাবী অর্থাৎ অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণের দাবী এখনও পূরণ হয়নি। আমরা আশা করছি, সরকার খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় দাবীর পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে। উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় ইতোপূর্বে ঘোষিত এনবিআর এর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দেশবাসীকে কথা দিয়েছিলাম আমাদের দাবী আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করব। সে মোতাবেক প্রয়োজনের নিরিখে অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ চলবে বলে আমরা ঘোষণা করছি। আগামীকাল দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গনে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
পাঠকের মতামত
ঘুষখোরদের আস্ফালন জাতির জন্য লজ্জার।