ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বিকালে দুই দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ রাজনৈতিক নেতার সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

(৫ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৪:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১০ অপরাহ্ন

mzamin

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ রোববার বিকালে দুই দফায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতা সাক্ষাৎ করবেন ।

প্রথম দফায় এদিন বিকাল ৫টায় সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাবেক আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

এরপরই সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার ও ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, এর আগে শনিবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

পাঠকের মতামত

Professor Yunus sir should continue to help Bangladesh giving a reform nation.

Dr Md Mostafizur Rah
২৫ মে ২০২৫, রবিবার, ৫:৫৬ অপরাহ্ন

ভালো উদ্যোগ।আব্দুল কাদের সিদ্দিকীকেও আমন্ত্রণ জামামো উচিত ছিল।গত নির্বাচনে অংশগ্রহণ করলেও এর আগে শেখ হাসিনার হাতে কম নাজেহাল হননি তিনি।

Jahangir Alam
২৫ মে ২০২৫, রবিবার, ৫:৫৩ অপরাহ্ন

ওরে ভাই, এরা কারা? কোথা থেকে এলো এরা? হাতে গোনা কয়েকটা ছাড়া বাকি গুলার নাম কখনোই শুনি নাই।

Samiran Arku Tapas
২৫ মে ২০২৫, রবিবার, ৪:২৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status