অনলাইন
সাদেক কায়েমের ইমামতিতে শহীদ হাসানের জানাজা
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থানে আহত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হওয়া হাফেজ মোহাম্মদ হাসানের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
শনিবার (২৪ মে) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হাসানের জানাজায় ইমামতি করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জমান শিপন, সিনিয়র সহ-সভাপতি মাছুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দিক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট চট্টগ্রামের টাইগারপাসে গুরুতর আহত হন হাফেজ মোহাম্মদ হাসান।