ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

আসিয়ান অর্থমন্ত্রীদের ইকোনমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কুয়ালালামপুর

(৯ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩২ অপরাহ্ন

mzamin

আগামীকাল অনুষ্ঠিতব্য ৪৬তম আসিয়ানের মূল সম্মেলনের ফাঁকে আজ বসেছে ২৫তম আসিয়ান ইকোনমিক কমিউনিটি কাউন্সিল (এইসিসি)-এর বৈঠক। বৈঠকে আসিয়ান সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ১১টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মূল ফোকাস ছিল একে অপরের মধ্যে আরও গভীর সহযোগিতা গড়ে তোলা।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা, মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি তেংকু জাফরুল-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আসিয়ান দেশগুলোর একসঙ্গে কাজ করা এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করা খুবই জরুরি। আমাদের নিজেদের মধ্যেও ইন্টার-আসিয়ান বা আসিয়ানভিত্তিক বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে, যাতে বাইরের দেশগুলোর ওপর নির্ভরতা কমানো যায়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থানের পরিবর্তনের প্রতি আসিয়ানের প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিমিত ও বিচক্ষণ হয়েছে।"

প্রতিশোধমূলক ব্যবস্থার বিপরীতে তিনি বলেন, ‘আমরা প্রতিশোধমূলক পথে না গিয়ে আলোচনা আর সহযোগিতার পথ বেছে নিয়েছি। আসিয়ান দেশগুলো একমত যে, কোনো রকম প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়। বরং খোলামেলা যোগাযোগের মাধ্যমেই স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও যোগ করেন, ‘এই বিচক্ষণ অবস্থান এখন পর্যন্ত উত্তেজনা বাড়তে দেয়নি, বরং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে আসিয়ানের যোগাযোগের ভিত্তি বজায় রেখেছে।’

এই বৈঠকে সভাপতিত্ব করেছেন তেংকু জাফরুল। উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উপমন্ত্রী লিউ চিন টং, ব্রুনেইয়ের অর্থ ও অর্থনীতি মন্ত্রী দাতুক আওয়াং মোহাম্মদ আমিন লিউ, কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী চ্যাম নিমুল, ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নিউয়েন হং দেন, ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী বুদি সান্তোসো, আর লাওসের শিল্প ও বাণিজ্যমন্ত্রী মালাইথং কোম্মাসিথ। এ ছাড়াও উক্ত বৈঠকে ছিলেন ফিলিপাইনের ডিপার্টমেন্ট অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারসেক্রেটারি অ্যালান গেপটি, সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী গান কিম ইয়ং, থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী পিচাই নারিপথাপন এবং তিমুর লেস্তের উপপ্রধানমন্ত্রী ফ্রান্সিসকো কালবুয়াদি লে।

৪৬তম এ আসিয়ান সম্মেলনের প্রতিপাদ্য হলো ইনক্লুসিভিটি এন্ড সাস্টেইনলিবিটি অর্থাৎ “অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব”—যা মালয়েশিয়ার ২০২৫ সালের চেয়ারম্যানশিপের অধীনে হচ্ছে। এ নিয়ে পঞ্চমবার মালয়েশিয়া আসিয়ান-এর চেয়ারম্যান হলো — এর আগেও ১৯৭৭, ১৯৯৭, ২০০৫ ও ২০১৫ সালে চেয়ারম্যান হয়েছিলো দেশটি।

এ সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে, যার মধ্যে মিয়ানমারের চলমান সংকট অন্যতম বড় একটি বিষয় হিসেবে আলোচনায় আসবে। এ ছাড়াও সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে দুটি বড় আন্তঃআঞ্চলিক বৈঠক—২য় আসিয়ান-গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সম্মেলন এবং আসিয়ান-জিসিসি-চীন সম্মেলন, যা আসিয়ানের গালফ অঞ্চল ও চীনের সঙ্গে বাড়তে থাকা সম্পর্কের দিকটি তুলে ধরছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status