অনলাইন
চানখাঁরপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে ৪ আসামি
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২০ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে ট্রাইব্যুনালে তাদের আনা হয়।
এর আগে গত ২০শে এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এই মামলার অন্য আসামিরা হলেন, ডিএমপি’র সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম, মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তবে ৮ আসামির মধ্যে শেষের ৪ জন কারাগারে, বাকিরা পলাতক রয়েছেন।