ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কালীগঞ্জে বিএনপি’র কমিটি বিলুপ্ত, সাময়িক বহিষ্কার ২

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপি’র দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করে ঝিনাইদহ জেলা বিএনপি। জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ও দুই নেতার সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১লা জুন কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে সংঘর্ষে দু’জন নিহত ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আশরাফ হোসেন (মুহুরী) কে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত অন্য কেউ যদি থাকে, অধিকতর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত ১লা জুন কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ আলী নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত মহব্বত আলী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দু’জন সহোদর ছিলেন। চাঞ্চল্যকর ওই ঘটনার জেরে উভয়পক্ষের বাড়িঘরে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে বিষয়টি আমলে নিয়ে দলীয় উদ্যোগে তদন্ত শুরু করে জেলা বিএনপি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status