বাংলারজমিন
একটি দল আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা করছে- মাহিদুর রহমান
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৩ জুন ২০২৫, শুক্রবার
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান বলেছেন, দেশে বিগত স্বৈরাচারের একটি চক্র বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজকতা চালানোর পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এজন্য সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে একটি দল সক্রিয় করার চেষ্টা করছে। সেদিকেও খেয়াল রাখতে হবে। মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনের তৈয়বনগরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করে রেখেছিল স্বৈরাচারী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে বিরোধী দল মতের নিরপরাধ মানুষসহ সাধারণ মানুষের ওপরেও জুলুম, নির্যাতন, হামলা, মামলা ও গুমের রাজত্ব কায়েম করেছিল। বাক স্বাধীনতা ও গণতন্ত্র হরণ। ভোট কারচুপি। দিনের ভোট রাতে। সিন্ডিকেট ও টেন্ডারবাজি করে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের আবার পুরস্কৃতও করেছে। আইনের শাসন নির্বাসনে দিয়ে জোর যার মুল্লুক তার এই রাম রাজত্ব চালু করেছিল। আল্লাহর অশেষ রহমতে তারা ক্ষমতা ছেড়ে চোরের মতো পালিয়ে জীবন বাঁচিয়েছে। তাদের ফ্যাসিবাদী কার্যকলাপে এখন জনধিক্কিত ও ঘৃণিত দল হিসেবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চললে দেশে কোনো অরাজকতা, সন্ত্রাসী, মাস্তানি, জঙ্গি, চরমপন্থির স্থান হবে না। সঠিক পথ পাবে দেশ। বিএনপি মানুষের কথা বোঝে ও বলে। শুধু গণতন্ত্র থাকলেই চলবে না। সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতন্ত্রের যেমন অধিকার আছে। তেমনি দায়িত্ব আছে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই গণতন্ত্র সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তিনি গণতান্ত্রিক অধিকার ও সষ্ঠু নির্বাচনের ওপর জোর দেন। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে। তখন অনেক কিছুই সামনে আসবে। এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এমএ মোহিত, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজুসহ জেলা সদর ও বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।