বাংলারজমিন
আনোয়ারায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবারচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিরোধপূর্ণ জায়গা জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তার নাম নুরুল ইসলাম (৬০)। তিনি ওই এলাকার মৃত সাইর আহমেদের ছেলে। বুধবার উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৮০ জনের সংঘবদ্ধ একদল লোক এসে বিরোধপূর্ণ জায়গা দখলে নেয়। পরে ভুক্তভোগী মোহাম্মদ কামাল উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দখলকৃত জায়গা দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ ছিল। নুরুল ইসলামের নেতৃত্বে একদল লোক এসে বসতঘরে হামলা করে জায়গা দখলে নেয়। এর আগে ১০ই জুন বাদীকে মোবাইলফোনে প্রাণনাশের হুমকি দেয়।
জানা যায়, অভিযুক্তরা সবাই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রধান অভিযুক্ত নুরুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, অভিযোগ পেয়ে থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।