বাংলারজমিন
দেবীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবারপঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশ থেকে মোকলেছার রহমান (৩২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরদেহটি দেখতে পান নিহতের চাচী মোকসেদা বেগম। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত মোকলেছার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধনমণ্ডল ঢাকাইয়া পাড়ার বাসিন্দা মো. শাহাবুদ্দিনের ছেলে ও স্থানীয় বাজারে কসমেটিকসের দোকানদার ছিলেন। নিহতের বাবা মো. শাহাবুদ্দিন জানান, বুধবার রাত ৯টার দিকে মোকলেছার তার সন্তানকে দোকানে রেখে বাসায় ফেরে এবং পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে খেতে যায়। এরপর সে আর দোকানে যায়নি বা বাসায় ফেরেনি। ভোরবেলায় পুত্রবধূ জানায়, রাতে সে বাড়িতে আসেনি। নিহতের স্ত্রীর দাবি, হত্যাকাণ্ডটি তার বন্ধুদের মাধ্যমেই ঘটেছে। নিহতের স্ত্রী বলেন, রাত ৮টার দিকে আমি তাকে ফোন করে কিছু বাসার খরচ আনতে বলি। এরপর রাত ১১টা পর্যন্ত সে বাসায় না ফেরায় আমি বারবার ফোন করলেও তার মোবাইল বন্ধ ছিল। পরে আমি ঘুমিয়ে পড়লে সকালে চাচী বাইরে মরদেহ পড়ে আছে বলে চিৎকার করে। নিহতের চাচী মোকসেদা বেগম বলেন, আমি সকালবেলা ছাগল বাঁধতে সুপারি বাগানে যাই। তখন দেখি রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআইয়ের দুটি দল আলামত সংগ্রহ করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।