বাংলারজমিন
মাদক সেবনে বাধা দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবারলক্ষ্মীপুরের রায়পুরে মাদক সেবন ও ব্যবসায় বাধা দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক ছেলে মামুন। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী এলাকার দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে তার বাবা হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদকাসক্ত ছেলে মামুন। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত কয়েকদিন আগে মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন। ঈদের আগে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এসব ঘটনা নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যেই কথা কাটাকাটি হয়ে আসছে। বুধবার রাতে তার বাবা এশার নামাজের অজু করতে ঘরের পাশে টিউবওয়েলের কাছে যায়। এ সময় পেছন থেকে ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, নিহতের ছেলে মাদক সেবনের পাশাপাশি ব্যবসাও করতো। তার বাবা এসব কাজে বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলেকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।