ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

রৌমারী থানার এএসআইকে ক্লোজ ও এসআই স্ট্যান্ড রিলিজ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১৩ জুন ২০২৫, শুক্রবার

কুড়িগ্রামের রৌমারী থানার একজন এএসআই ক্লোজ ও একজন এসআইকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। রিমান্ডের আসামিদেরকে এএসআই হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলহাজত থেকে গ্রহণ করে নিজের সঙ্গে না এনে কনস্টেবলের মাধ্যমে রৌমারী থানায় পাঠানোর ঘটনায় তাকে ক্লোজ করা হয়। অপরদিকে এসআই আব্দুল আওয়াল ওই রিমান্ডের আসামিদেরকে রহস্যজনক কারণে সমাদর করার অপরাধে তাকে ঢুষমারা থানায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন। গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি নন্দলাল চৌধুরী। পুুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট আনোয়ার হোসেন (৪৯) ও মানিক মিয়া (২৯) নামের বাবা- ছেলেকে আটক করে। এ সময় মাদক কারবারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে নিজের জীবন রক্ষার্থে আট রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পিতা ও পুত্রের বিরুদ্ধে রৌমারী থানায় মাদক ও পুলিশের ওপর হামলাসহ সরকারি কাজে বাধা  দেয়ার অপরাধে পিতা-পুত্রসহ ৪০-৫০জনের নামে পৃথক পৃথকভাবে দুইটি মামলা দায়ের করা হয়। পরে আটককৃত আসামি আনোয়ার ও মানিককে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়। তাদের দু’জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে আবেদন করেন পুলিশ। যার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ই জুন তাদেরকে আনার জন্য রৌমারী থানার এএসআই হাবিবুর রহমানসহ দুই কনস্টেবল জেলা কারাগার থেকে দুই আসামিকে বুঝে নেন। কিন্তু এএসআই হাবিবুর আসামিদের সঙ্গে না এসে কনস্টেবল এর মাধ্যমে রৌমারী থানায় পাঠিয়ে দেন। বিষয়টি পুলিশ সুপারকে অবগত করা হলে হাবিবুরকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
অপরদিকে থানায় রিমান্ডকৃত আসামিদেরকে রহস্যজনক কারণে আপ্যায়ন করার অপরাধে এসআই আওয়ালকে ঢুষমারা থানায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। রৌমারী থানার ওসি নন্দনাল চৌধুরী বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে এএসআই হাবিবুরকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজ এবং এসআই আওয়ালকে ঢুষমারা থানায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status