বাংলারজমিন
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পেছনের পুকুরে ডুবে আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত (৮) ওই গ্রামের গুল মন্দের বাড়ির প্রবাসী জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, আরাফাত বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর তাকে উঠোনে পাওয়া যায়নি। পরে বাড়ির পেছনের পুকুরের পানির নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, হাসপাতালে আনার আগেই পানিতে পড়া শিশুটির মৃত্যু হয়েছে।
আমরা শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।