বাংলারজমিন
সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাইল-অরুয়াইল সড়কে এই সংঘর্ষ চলে। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে শিশু মিয়ার গোষ্ঠীর রাজিব ও সাধুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরাইল-অরুয়াইল সড়কের মাঝে এই সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা। এতে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে প্রায় ১৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নুরুল আমিন ভূমি অফিসে চাকরি করেন। তাই তিনি কম দামে এলাকার বিতর্কিত ও বিরোধপূর্ণ জায়গা জমি ক্রয় করেন। আর এইসব জায়গা নিয়ে এলাকায় দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে। এ বিষয়ে সরাইল থানার ওসি রফিকুল হাসান জানান, জায়গা নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।