বাংলারজমিন
নিখোঁজের ৪ দিন পর হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবারসুনামগঞ্জে শান্তিগঞ্জে পানির পাম্প (মটর) মেরামত করতে গিয়ে নিখোঁজ অসীম দেবনাথ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদখাই গ্রামের হাওর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। অসীম জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের মৃত নিরঞ্জন দেবনাথের ছেলে ও পেশায় পানির পাম্প (মটর) মেকানিক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ই জুন অসীম ছাতক উপজেলার ওয়াশপুর গ্রামের পানির পাম্প মেরামতের জন্য যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার ভাই অর্জুন দেবনাথ ছাতক থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার দুপুরে শান্তিগঞ্জে সিদখাই হাওরে অসীমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। অসীমের ভাই বলেন, গত শনিবার আমার ভাই ছাতকের ওয়াশপুর গ্রামের রাজা মিয়ার ছেলে রেজন মিয়ার বাড়িতে পানির পাম্প মেরামত করতে যায়। সেখানে রেজন মিয়ার সঙ্গে অসীমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমার ভাইকে মারধর করা হয়েছিল। এরপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, সে ছাতক থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। বিষয়টি ছাতক থানা পুলিশ দেখছে। ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, মামলা করতে থানায় এখনও কেউ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।