বাংলারজমিন
চরএলাহী ইউনিয়ন বাঁচাতে নদীতে ব্লক এবং নতুন স্লুইসগেট প্রয়োজন
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৩ জুন ২০২৫, শুক্রবারনোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বাঁচাতে নদীতে ব্লক এবং নতুন স্্লুইসগেট নির্মাণের দাবি জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের (কোম্পানীগঞ্জ-কবিরহাট) জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্থায়ী ক্রস ড্যাম নির্মাণ, চরএলাহী ও চাপরাশিরহাট খালের ওপর নির্মিত স্লুইসগেট চালু, চরএলাহী ইউনিয়ন ও বাজার রক্ষায় ২ কিলোমিটার ব্লক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ এবং ভাঙনকবলিত মানুষদের পুনর্বাসন ও গৃহায়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও পদযাত্রা শেষে চরএলাহী ঘাট সংলগ্ন শহিদান বাপের মসজিদ চত্বরে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি উত্থাপন করেন। চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমীর আইয়ুব আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান ও উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আইউব আলী, চরএলাহী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান মামুনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।
বেলায়েত হোসেন বলেন, গত বছরের বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে পড়ার ফলে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। এখনো হাজার হাজার মানুষ নদীভাঙনের হুমকিতে রয়েছে। দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ্। তিনি বলেন, যদিও ক্রস ড্যাম নির্মাণের সরকারি আদেশ হয়েছে। কিন্তু কারও ইঙ্গিতে ও ইন্ধনে এই নির্মাণকাজ শুরু হচ্ছে না। চাপরাশি খালের ওপর নির্মিত সাদেক সাহেবের প্রজেক্টের পূর্ব পাশে চরএলাহী স্লুইসগেট বহু আগেই নির্মিত হলেও অজ্ঞাত কোনো মহলের নির্দেশে তা চালু করা হচ্ছে না। এবং নদীতে বাঁধ হচ্ছে না, জনগণ এই রহস্যের জবাব চায়।