বাংলারজমিন
বিজয়নগরে ১৭ হাজার ইয়াবা জব্দ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবারব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ১২ই জুন সকালে উপজেলার সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকা থেকে বিজিবি’র ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে। এ ছাড়াও একই উপজেলায় পৃথক অভিযানে ১ হাজার ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল নোয়াবাদী এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ভারতীয় ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়াও পৃথক আরেকটি অভিযানে লক্ষ্মীপুর বিওপি’র টহল দল গতকাল রাতে বিজয়নগর উপজেলার জলিলপুর এলাকা থেকে ভারতীয় ১ হাজার ১৫ পিস ইয়াবা জব্দ করে। তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫১ লাখ ৪ হাজার ৫০০ টাকা। এসব ইয়াবা ধ্বংসের জন্য ২৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হয়েছে।