বাংলারজমিন
লাউয়াছড়া সড়কে ডাকাতির পরিকল্পনাকারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৩ জুন ২০২৫, শুক্রবারমৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংঘটিত ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ও একাধিক ডাকাতি মামলার আসামি হাবিবুর রহমান ওরফে পাগলা (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযানে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র্যাবের সহায়তায় হাবিবুর রহমান পাগলাকে গ্রেপ্তার করা হয়। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান পাগলা। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত ৩১শে মে রাতে ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, গত ৩১শে মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা-বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০-১৫ জনের একটি ডাকাতদল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।
মামলা রুজুর পর এই ঘটনায় ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার ও লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।