বাংলারজমিন
পাটগ্রাম সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবারলালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করা হয়েছে। সংশ্লিষ্ট সীমান্তের বিজিবি ও স্থানীয়দের সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার (১২ই জুন) ভোরে এ পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে। পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশি বলে জানা গেছে। তাদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট গ্রামে। বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫০ নম্বরের বাংলাদেশের শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট সীমান্ত ও বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের পানিশালা সীমান্তে ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের সদস্যরা ৩ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষকে পুশইন করে। বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরের আউলিয়ারহাট বাজারে শিশুদেরকে নিয়ে পুশইনের শিকার নারী ও পুরুষেরা এলোমেলোভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা আটক করে আবারো সীমান্তের বাংলাদেশি অংশে নিয়ে রেখেছে। অপরদিকে উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি-বিএসএফ) সতর্ক অবস্থানে রয়েছে। বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার হাফিজুল ইসলাম হাফিজ পুশইনের সত্যতা নিশ্চিত করে বিস্তারিত জানাতে রাজি হননি। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।