বাংলারজমিন
সিলেট সীমান্তে ৫৩ জনকে পুশইন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৩ জুন ২০২৫, শুক্রবারসিলেটের কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় ৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদের বাংলাদেশে প্রবেশ করালে বিজিবি’র সদস্যরা আটক করে। বিজিবি জানায়, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে তাদের আটক করেন। এর আগে সর্বশেষ ২৯শে মে সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকা দিয়ে ২১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। বিজিবি সূত্রে জানা গেছে, জৈন্তাপুরের শ্রীপুর বিওপি’র সদস্যরা মোকামপুঞ্জি সীমান্তে ১৭ জন এবং মিনাটিলা বিওপি’র সদস্যরা মিনাটিলা সীমান্তে ২৩ জনসহ মোট ৪০ জনকে আটক করেন। কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিভিন্ন সময় ভারতের বিভিন্ন এলাকা থেকে জড়ো করে সীমান্ত এলাকায় পুশইন করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৪ জন নারী ও ২২ শিশু। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, আটক ব্যক্তিদের অধিকাংশই কুড়িগ্রাম ও লালমনিরহাট এলাকার বলে জানা গেছে। তাদের নাম, ঠিকানা ও পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছে।