বাংলারজমিন
কুষ্টিয়ায় দিনব্যাপী কর্মশালা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন
কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জুন ২০২৫, শুক্রবারশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দিনব্যাপী কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের আয়োজনে গতকাল সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা বিএনপি’র কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ছাত্রদলের প্রায় শ’খানেক নেতাকর্মীরা। প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের ওপর আলোকপাত করা হয়। এরপর জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা ও তার কর্মময় জীবন সম্পর্কে বাচ্চাদের পাঠ্যবইয়ে উল্লেখ ছিল। কিন্তু গত ১৬ বছর স্বৈরাচার সরকার দেশ পরিচালনার সময় বই থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়গুলো বই থেকে বাদ দিয়েছিল। তাই আজ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকীতে জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। যেগুলো বাচ্চাদের বইয়ে থাকার কথা সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। যাতে করে ছাত্রদলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ন্যায় ও নীতির সঙ্গে রাজনীতি করতে পারে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তাসলিম উদ্দিন নিশাতের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মুইদ বাবুল, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম মাসুদ, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস।