বিশ্বজমিন
ইরান-ইসরাইল দ্বন্দ্ব
‘বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য’
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০০ অপরাহ্ন

তেহরানে ইসরাইলের হামলা ও এর প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর সিনিয়র উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক মোনা ইয়াকুবিয়ান বলেন, ইসরাইল যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তা থেকে স্পষ্ট যে, এই অঞ্চল এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের কিনারায় এসে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আমার কাছে এটা স্পষ্ট, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, মধ্যপ্রাচ্য এখন তার ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে এসেছে। সর্বাত্মক যুদ্ধের দিকে ধাবিত হওয়ার শঙ্কায় আছে এই অঞ্চল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বলেন, এই অভিযান ‘যতদিন প্রয়োজন চলবে’, তখন তা আর কেবল ইরান-ইসরাইলের পারস্পরিক পাল্টা হামলার চক্রে আটকে নেই বলে উল্লেখ করেন ইয়াকুবিয়ান। বরং এটা এক দীর্ঘস্থায়ী অভিযান, যার সমাপ্তি অনিশ্চিত।
শাসন পরিবর্তনের ইঙ্গিত?
বিশেষজ্ঞদের দৃষ্টিতে নেতানিয়াহুর বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো- তার মন্তব্যে ইরানের সরকারবিরোধী এক অপ্রকাশ্য বার্তা লুকিয়ে আছে। ইয়াকুবিয়ান বলেন, তার বক্তব্যে যেটা সবচেয়ে চোখে পড়েছে, তা হলো- পরোক্ষভাবে ইরানে শাসন পরিবর্তনের ইঙ্গিত। এ ধরনের উচ্চাশা ও উদ্দেশ্য অত্যন্ত বিস্তৃত। তিনি আরো বলেন, এমন লক্ষ্য স্পষ্টতই সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এই সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, ততই অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বৃদ্ধি পাবে।
সূত্র: বিবিসি।