বিশ্বজমিন
পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা নিয়ে শঙ্কা
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০০ অপরাহ্ন
.jpg)
ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ‘যুদ্ধাপরাধী’ ইসরাইল। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বিবৃতিতে বলেছেন, ইরানের পরিস্থিতি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, এজেন্সি নিশ্চিত করছে যে নাতাঞ্জ স্থাপনাটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। আমরা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে তেজস্ক্রিয়তার স্তর সংক্রান্ত বিষয়ে যোগাযোগ রাখছি। এছাড়াও, দেশটিতে অবস্থানরত আমাদের পরিদর্শকদের সঙ্গেও যোগাযোগ আছে। উল্লেখ্য, নাতাঞ্জ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ইরানের পরমাণু কর্মসূচির একটি মূল অংশ এই স্থাপনা। এর আগেও একাধিকবার সেখানে নাশকতার অভিযোগ উঠেছে। এর পেছনে ইসরাইলের গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়েছে। এ ঘটনার পর পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আইএইএ জানিয়েছে, এখন পর্যন্ত রেডিয়েশনের মাত্রা নিয়ে কোনো তাৎক্ষণিক বিপদের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখানে উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি চালানো হয় যে স্থাপনায় সেখানে হামলা ভয়াবহতার ইঙ্গিত দেয়। যদি সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, তবে তা মানুষ সহ সব প্রাণিকুলের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। এমন ঘটনা ঘটেছিল এর আগে চেরনোবিল দুর্ঘটনার পর। তখন বিশ্বের বেশির ভাগ দেশে শিশু খাদ্যের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।