ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

ইরানে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে লাফিয়ে

মানবজমিন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০০ অপরাহ্ন

mzamin

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইরানে হামলার পরপরই ব্রেন্ট ক্রুড ও নিউইয়র্কের লাইট সুইট তেলের দাম ১০ শতাংশের বেশি বেড়ে গেছে। ওদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইরান পাল্টা হামলা চালায়নি। তবে তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। যেকোনো সময় পাল্টা হামলা চালাতে বদ্ধপরিকর। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে, তা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাবে। এই অঞ্চলের অপরিশোধিত তেল বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তেলের দাম বৃদ্ধি শুধু পেট্রোল-ডিজেলের মূল্য নয়, খাদ্যসহ প্রতিদিনের নানা পণ্যের দামকেও প্রভাবিত করবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

হরমুজ প্রণালীর ঝুঁকি

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পরিবহনে বাধা সৃষ্টি করতে পারে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এই পথ দিয়ে সরবরাহ হয়। ইরান যদি এই রুটে হামলা চালায় বা নৌ-পরিবহন ব্যাহত করে, তাহলে দিনে কয়েক মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ থেমে যেতে পারে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভান্দনা হারি নামে জ্বালানি বিশ্লেষক বলেন, এটি একটি বিস্ফোরক পরিস্থিতি। যদিও এপ্রিল ও অক্টোবরেও ইরান-ইসরাইল একে অপরকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং তা দ্রুত ঠাণ্ডা হয়ে গিয়েছিল, এবার তা বড় যুদ্ধেও রূপ নিতে পারে।

বাজারে উদ্বেগ ও অস্থিরতা

এমএসটি ফাইন্যানশিয়ালের জ্বালানি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান সাওল কাভোনিক বলেন, এখন আমরা যে প্রতিক্রিয়া দেখছি তা মূলত প্রাথমিক ঝুঁকি-প্রতিক্রিয়া। তবে আগামী এক-দুদিনের মধ্যেই বাজার পরিস্থিতির প্রকৃত দিক নির্ধারণ হবে — সেটা এই সংঘাত কতটা গাঢ় ও দীর্ঘস্থায়ী হতে পারে, তার ওপর নির্ভর করছে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান/ সকল বিকল্প উন্মুক্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status