বিশ্বজমিন
হামলার বিষয়ে অবগত ছিলেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র অংশ নেয়নি
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৮ অপরাহ্ন
.jpg)
ইরানে ইসরাইলের হামলা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হামলার পরিকল্পনার বিষয়ে তিনি আগেই অবগত ছিলেন। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র সামরিকভাবে কোনো ভূমিকা নেয়নি বলে জোর দিয়ে বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি আগে থেকেই জানতাম ইসরাইল কী করতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এই অভিযানে অংশ নেয়নি। আমাদের সেনাবাহিনী কোনোভাবেই যুক্ত ছিল না। তিনি আরও বলেন, ইরান কখনই পরমাণু বোমা তৈরি করতে পারবে না। আমরা চাই তারা ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসুক। দেখা যাক কী হয়। ট্রাম্পের দাবি অনুযায়ী, হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু ঘটেছে। তবে তিনি নির্দিষ্ট করে কারা নিহত হয়েছেন, তা বলেননি। তিনি আরও জানান, হামলার আগে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য মিত্রদেশকে বিষয়টি জানিয়ে দেয়। তবে সেই দেশের নাম প্রকাশ করেননি।