বিশ্বজমিন
বিপ্লবী গার্ডস প্রধান সালামি ও ২ পরমাণু বিজ্ঞানী নিহত, ইরানে শোক, ইসরাইলে জরুরি অবস্থা
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার নিশ্চিত করেছে যে, ইসরাইলের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। একই সঙ্গে নিহত হয়েছেন দেশটির শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসি। মোহাম্মদ মাহদি তেহরানচি ছিলেন ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ফারেইদুন আব্বাসি ইরানের পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। হামলাটি ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় । এই হামলায় সালামির মৃত্যু দেশটির সামরিক নেতৃত্বের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সালামি ছিলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা এবং প্রতিরক্ষা কৌশলের অন্যতম মুখ্য স্থপতি। তিনি ২০১৯ সাল থেকে আইআরজিসির শীর্ষপদে অধিষ্ঠিত ছিলেন এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্র-বিরোধী অবস্থান গ্রহণের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ নেতারা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, শত্রুদের এই অপরাধের জবাব দেওয়া হবে কঠিনভাবে।
বিশ্লেষকরা বলছেন, সালামির মতো একজন শীর্ষ জেনারেলের মৃত্যু ইরানের প্রতিক্রিয়া অনেক বেশি আক্রমণাত্মক করে তুলতে পারে। এর ফলে ইসরাইল ও ইরানের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত শুরুর আশঙ্কা আরও জোরালো হয়েছে। ইতিমধ্যে ইসরাইল নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায়।
পাঠকের মতামত
নিজের শ্রেস্ট লোকদের যে দেশ রক্ষা করতে পারেনা, সে দেশ কিভাবে ইস্রাইল হতে নিজকে বাচাবে।