বিশ্বজমিন
ইসরাইলকে কঠিন মূল্য দিতে হবে
পাল্টা হামলা চালাচ্ছে ইরান
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২২ অপরাহ্ন

হামলার জবাবে ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক ঘণ্টায় ইসরাইলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে। এতে বলা হয়, শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন ইসরাইলের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন ইসরাইলের ভূখণ্ডের দিকে ছোঁড়া হয়েছে। জেনারেল এফি ডেফরিন জানান, এসব ড্রোনকে প্রতিহত করতে ইসরাইল সক্রিয়ভাবে কাজ করছে। ডেফরিন বলেন, ইরান প্রায় ১০০টি ড্রোন ইসরাইলের দিকে পাঠিয়েছে। আমরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করার চেষ্টা করছি।
এই ড্রোন হামলা ইরানের সরাসরি সামরিক প্রতিশোধ। এমন সময় এই হামলা চালানো হলো, যখন নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে, ইসরাইল এখন একটি সুনির্দিষ্ট পর্যায়ে রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে। ইরান থেকে পাল্টা হুঁশিয়ারিতে বলা হয়েছে, ইসরাইলকে কঠিন মূল্য দিতে হবে।