বিশ্বজমিন
ইরানে নতুন করে হামলা
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। বার্তা সংস্থা ফার্স রিপোর্টে বলেছে, তাবরিজ শহরের বিমানবন্দরের কাছে নতুন করে হামলা করা হয়েছে। এতে রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে বলা হয়, কয়েক মিনিট আগে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর শব্দ শোনা গেছে আজারবাইজানের পূর্বাঞ্চল থেকেও। বার্তা সংস্থা তাসনিম বলছে, এর আগে ওই প্রদেশে ১০টি স্থানে হামলা হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ওদিকে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, তারা ইরানে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে। শুক্রবার সংবাদ সম্মেলনে আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘অপারেশন’ সবেমাত্র শুরু হলো। টাইমস অব ইসরাইল তাকে উদ্ধৃত করে বলে তিনি বলেছেন- ঠিক এই মুহূর্তে পরিকল্পনামতো হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এর মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হবে। পাশাপাশি ইসরাইলের প্রতিরক্ষা শক্তিশালী করা হয়েছে। তিনি একই সময়ে বলেন, ইরানের পরিকল্পনা ফলো করছে ইসরাইল। তাদের জবাব দিতে প্রস্তুত ইসরাইল। ওদিকে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার বেশ উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি স্যাটেলাইটে ধারণ করা ছবিতে প্রকাশ করেছে ইসরাইল।
পাঠকের মতামত
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বিধ্বস্ত। ইসরাইলের দূর্বল জায়গায় আঘাত করতে না পারলে ইরানকে আত্মসমর্পন করতে হতে পারে।