বাংলারজমিন
লালমোহনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবারভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাবেদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় উপজেলার চরভূতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ ওই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে। জানা গেছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন জাবেদ। এ সময় তিনি মাদ্রাসা বাজার এলাকা সংলগ্ন মোল্লা বাড়ির দরজায় পৌঁছে মোটরসাইকেলের ব্রেক দিলে উল্টে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ওই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।