বাংলারজমিন
শ্রমিক দল নেতা নুরুলের ওপর হামলার প্রতিবাদে দক্ষিণ সুরমায় বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ জুন ২০২৫, শনিবারশ্রমিক দল সিলেট জেলা শাখার সদস্য সচিব মো. নুরুল ইসলামের অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দলের এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার মৌবন মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা শ্রমিক দল ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দল সভাপতি শাহ আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সিলেট জেলা শ্রমিক দল আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জুমায়েল ইসলাম জুমেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক আলি আহমদ, সিনিয়র সদস্য নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শহিদ রেজা, মোগলাবাজার থানা শ্রমিক দলের সভাপতি আশিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. তাজিদুর রহমান তাজুল প্রমুখ। মিছিল ও সমাবেশে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিক দল সিলেট জেলা শাখার সদস্য সচিব মো. নুরুল ইসলামের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। শ্রমিকরা ন্যায্য দাবি ও অধিকার আদায়ের সঠিক আন্দোলন করতে জানেন। শ্রমিক দলের আন্দোলনের মুখে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। বক্তারা বলেন, দেশের সকল সেক্টরে শ্রমিকরা কর্মরত রয়েছেন। হামলার প্রতিবাদে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কর্মবিরতির ডাক দিলে দেশ অচল হয়ে যাবে। বক্তারা শান্তিপ্রিয় শ্রমিকদের অশান্ত না করার আহ্বান জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, শ্রমিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।