বাংলারজমিন
আশুলিয়ায় কলেজছাত্র হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
স্টফ রিপোর্টার, সাভার থেকে
১৪ জুন ২০২৫, শনিবার
সাভারের আশুলিয়ায় এক কলেজছাত্রকে হত্যা করে আইফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি হৃদয় আহমেদ (৪২)কে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪। র্যাব-৪ জানায়, গত ৮ই জুন রাতে জিরানী এলাকার মান্নান ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আনন্দ রয় বাসফোর বন্ধুদের সঙ্গে কালিয়াকৈর পিকনিকে যাওয়ার কথা বলে বাসা হতে বের হয়ে ছিনতাকারীর কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা আনন্দের সঙ্গে থাকা আইফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে। পরে লাশ আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও সেন্টারের বাউন্ডারির ভেতরে ডোবায় ফেলে দেয়। পরবর্তীতে হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে গত ১১ই জুন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র্যাব-৪ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাব-৪ এর একটি দল প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।