বাংলারজমিন
‘সততা ও আদর্শের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে’
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১৪ জুন ২০২৫, শনিবার
মানিকগঞ্জ জেলা বিএনপি’র নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সকল সদস্যকে সততা ও আদর্শের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা। শুক্রবার কমিটির সকল সদস্যদের নিয়ে বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। পরে দুপুরে মুন্নু ক্যাফে রেস্টুরেন্টের হল রুমে জেলা বিএনপি আয়োজিত আহ্বায়ক কমিটির প্রথম কার্যকরী সভায় রিতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। দলের ভেতর কোনো ধরনের অনৈক্য আমি দেখতে চাই না। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। এ সময় তিনি আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। এর আগে কমিটির প্রথম সভা শুরুর আগে আফরোজা খান রিতা সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর, এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট নুরতাজ আলম বাহার, আ ত ম জহির আলম খান লদি আব্দুল বাতেন মিয়া, এডভোকেট আতাউর রহমান ভূঁইয়া ফরিদ প্রমুখ।