বাংলারজমিন
দেবিদ্বারে কিশোর গ্যাংয়ের উপর্যুপরি কোপে কিশোর আহত
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
১৪ জুন ২০২৫, শনিবার
কুমিল্লার দেবিদ্বারে কিশোর গ্যাংয়ের সদস্যদের চাপাতির উপর্যুপরি কোপে সাজ্জাত হোসেন (১৭) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডেকে নিয়ে দেবিদ্বার পৌর এলাকার সিএনজি স্টেশনে সাজ্জাতের ওপর হামলা চালায় বলে আহতের মা হাসিনা বেগম জানিয়েছেন। সাজ্জাত দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের খলিফা বাড়ির সাব্বির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে কিশোর গ্যাং লিডার নাহিম ও ফাহিমের নেতৃত্বে ১৮-২০ কিশোর কলেজ রোডে যায়। সেখানে গিয়াস উদ্দিনের ‘ভাই ভাই’ ‘স্টোর্স’-এ সাজ্জাত বসা ছিল। এ সময় তাকে ডেকে নিয়ে সিএনজি স্টেশনে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সাজ্জাতের মা জানান, তার ছেলের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়েছে। কী কারণে, কারা তাকে কুপিয়ে আহত করেছে? জানতে চাইলে তিনি জানান, তার ছেলের এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরলে জানাবেন। দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, কিশোর গ্যাং লিডার নাহিম ও ছোট আলমপুর গ্রামের ওমান কাসেমের বাড়ির ফাহিমের নেতৃত্বে ১৮-২০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে যায়। তবে হামলার সঙ্গে কারা জড়িত তাদের খোঁজে কাজ করছে পুলিশ।