বাংলারজমিন
যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবার
যশোরের রেলগেট এলাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাকে মদ ও বার্মিজ চাকুসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের বিষয়টি গতকাল সকালে বিজিবি সূত্রে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার বিকালে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে- সন্ত্রাসী রাজা যশোরে হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে দীর্ঘ এক যুগ ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার অপরাধ জগতের উত্থান হয় আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সঙ্গে জোট গড়ে তোলে। মাদক, অস্ত্র, বোমা তৈরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা। একে একে ছিনতাই, বোমাবাজি, মাদকপাচার, চাঁদাবাজি, হত্যা- সবখানেই তার নাম উঠে আসে। এ ছাড়া ২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামীমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। গত বৃহস্পতিবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মদ ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, সন্ত্রাসী রাজার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।