ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কলাপাড়ায় সড়কের বেহালদশা ভোগান্তিতে ২২ গ্রামের মানুষ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবার
mzamin

পটুয়াখালীর কলাপাড়ায় তেগাছিয়া খেয়াঘাট থেকে তুলাতলী চৌরাস্তা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটির ৮০ শতাংশ সিলকোট উঠে গেছে। ফলে খানাখন্দে একাকার হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে ২২ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে। এ ছাড়া যাত্রীবাহী মোটরসাইকেল, অটোবাইক, টমটমসহ সকল যানবাহন চলাচলে ভোগান্তির শেষ নেই।
জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে সড়কটির অবস্থান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত এই সড়কটি অন্তত ছয় কিলোমিটার দীর্ঘ। সড়কটিতে তেগাছিয়া, আজিমদ্দিন, মেলাপাড়া, পূর্ব মধুখালী, পশ্চিম মধুখালী, গোলবুনিয়া, সাফাখালী, ইসলামপুরসহ অন্তত ২২ গ্রামের মানুষ চলাচল করছেন। এছাড়া কলাপাড়া উপজেলা সদর থেকে আশপাশের ইউনিয়নের মানুষও এই সড়ক পথে চলাচল করছে। প্রায় চার বছর আগে থেকেই সড়কটিতে খানাখন্দ শুরু হয়। বর্তমানে সড়কটির প্রায় ৮০ শতাংশ সিলকোট উঠে গেছে। বছরের পর বছর ধরে সড়কটির  বেহাল দশায় মানুষের ভোগান্তির শেষ নেই। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি।
সড়ক পাশের বাসিন্দা আব্দুস সোবাহান বলেন, এই রাস্তাটি মেরামত না করায় ভোগান্তি আরও বাড়বে। মোটরসাইকেলচালক মাইনুদ্দিন জানান, যাত্রী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন। পূর্ব মধুখালী থেকে তেগাছিয়া পর্যন্ত রাস্তার অবস্থা বেশি খারাপ। এই অংশ নির্মাণকালে ব্যাপক দুর্নীতি করা হয়েছে।
মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, আমি এই সড়কটি মেরামতের জন্য উপজেলা পরিষদের মিটিংয়ে বহুবার বলেছি। এলজিইডি অফিসেও দেন-দরবার করেছি। শুধু করা হবে-হচ্ছে বলা হলেও সংস্কার করা নিয়ে গড়িমসি চলছে। এলজিইডি কলাপাড়ার উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, বালিয়াতলী, কলাপাড়া, টিয়াখালী, ধানখালীসহ বিভিন্ন ইউনিয়নে অন্তত ৩০ কিলোমিটার সড়ক ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া খেয়াঘাট থেকে তুলাতলী পর্যন্ত ওই সড়কটিও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status