বাংলারজমিন
সুবর্ণচরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবারনোয়াখালীর সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ মো. ইসমাইল হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাত ১টায় উপজেলার ২ নম্বর চর বাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল ওই এলাকার মহিউদ্দিন খোকনের ছেলে। অভিযানের সময় ইরাক ওরফে নূপুর (৩০) নামের অপর এক সহযোগী পালিয়ে যায়। জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের আবুল কালাম আজাদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে পলাতক আসামি নূপুরের সহযোগিতায় নিজ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। স্থানীয়রা জানান, ইসমাইল ও নূপুর দু’জনই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাদকের মাধ্যমে তারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।