বাংলারজমিন
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৪ জুন ২০২৫, শনিবারখুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো. বনি আমিন (৩৪) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনার পূর্ব রূপসা এলাকার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী একই এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আহত যুবক বনি আমিনের রূপসা কলেজের পাশে বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকান খুলতে বাধ্য করে। পরে পিস্তল দিয়ে তার বাঁ পায়ের হাঁটুর ওপর মাংস পেশীতে গুলি করে। তবে যাওয়ার আগে সন্ত্রাসীরা তার ক্যাশে থাকা নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় একটি মোটরসাইকেলে দু’জন সন্ত্রাসী ছিল। হেলমেট দিয়ে তাদের মুখ ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা গ্রাহকদের নিকট বিকাশের মাধ্যমে লেনদেন সংক্রান্ত কোনো ঘটনা হতে পারে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রাহমান বলেন, রাতে এ ঘটনাটি কেউ পুলিশকে অবগত করেনি। তবে সকালে লোকমুখে গুলির ঘটনাটি শুনেছেন তিনি। ঘটনার তদন্ত চলছে এবং ভিকটিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে তিনি জানান।