বাংলারজমিন
নীলফামারী শহরে চুরি আতঙ্ক
নীলফামারী প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবারনীলফামারী শহরের বিভিন্ন পাড়া মহল্লায় চুরি-ছিঁচকে চুরি বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার রাতে বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. মমিনুল ইসলাম খান ডাব্লু’র নীলফামারী শহরের সবুজপাড়াস্থ বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোর জানালার গ্রিল ভেঙে বাসার কয়েকটি রুম তছনছ করে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বড় চুরির হাত থেকে। চোরের দল থাকার রুমের তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় এ যাত্রায় রক্ষা পেলেও কিছুদিন আগে বাসার ভাড়াটে কলেজ শিক্ষকের একটি ল্যাপটপ চুরি যায়। ওদিকে কয়েকদিন আগে শহরের শাহীপাড়া এলাকায় সাংবাদিক শীষ রহমানের মালিকাধীন ছাত্রাবাস থেকে ৬-৭টি সিলিং ফ্যান চুরির চেষ্টা করে চোরের দল। ঈদের ছুটিতে ছাত্রাবাস খালি থাকার সুযোগে চোরের দল ফ্যানগুলো খুলে বস্তা ভর্তি করলেও অপর ভাড়াটের কারণে নিতে পারেনি। এ ছাড়া শহরের বিভিন্ন পাড়া মহল্লায় চুরি-ছিঁচকে চুরির খবর পাওয়া গেছে। চোরের দল পরিধেয় কাপড় চোপড়, বৈদ্যুতিক বাতি, বাথরুমের ট্যাপ, সাবানদানীসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছে। শহরের মসজিদগুলো থেকেও হেলমেট ও স্যান্ডেল চুরির ঘটনা বেড়েছে। স্থানীয়দের ধারণা, এলাকার মাদকাসক্তরাই এ সমস্ত চুরির সঙ্গে জড়িত।