বাংলারজমিন
নান্দাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবার
ময়মনসিংহের নান্দাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’গ্রামের অন্তত ২০ জন আহত হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে কানুরামপুর বাজার বাসস্ট্যান্ডে মহাসড়কে অটো দাঁড়ানোকে কেন্দ্র করে দত্তপুর গ্রামের আনোয়ারুল ইসলাম ও উত্তর পালাহার গ্রামের সজল মিয়ার মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দু’গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করে। শুক্রবার সকালে স্থানীয়রা বেলালাবাদ দত্তপুর বাজারে মীমাংসার জন্য বসে। বিষয়টি মীমাংসা না হয়ে একপর্যায়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের এমএন ফিলিং স্টেশনের সামনে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে দু’গ্রামের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ইটপাটকেলের আঘাতে দু’গ্রামের মধ্যে উত্তরপালাহার গ্রামের কাঞ্চন (২৮), ইসরাফিল (৪৮), আল আমিন (২৫), অপু (২০), হিমেল (২৫), দত্তপুর গ্রামের আনোয়ারুল ইসলাম (৪০), শরীফ মিয়াসহ ২০ জন আহত হয়েছে। আহতরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী সমিতি নান্দাইলের কানুরামপুর পরিবহন পরিচালনা রোডে ২৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী সমিতি সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী। গত ১১ই জুন এই কমিটির অনুমোদন দেয়া হয়। এ কমিটি ঘোষণার পর থেকে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে দু’গ্রামের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চাঁদাবাজি নিয়ে দু’গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।