ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নির্বাচিত সরকার ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়: উবায়দুল্লাহ ফারুক

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবার
mzamin

ংখিনির্বাচিত সরকার ছাড়া কাক্সিক্ষত সংস্কার সম্ভব নয়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন সেক্টরে সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় আমরা সরকারের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সংস্কার যেমন চাই, নির্বাচনও চাই। উবায়দুল্লাহ ফারুক বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথে অগ্রসর হওয়াটা বাঞ্চনীয়। তা ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া দেশের কাক্সিক্ষত সংস্কার সম্ভব নয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট পশ্চিম জোনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে গাছবাড়ী বাজারে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে অনুষ্ঠিত গণ-সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজাগঞ্জ ইউনিয়ন জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ির সভাপতিত্বে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইমরান হুসাইন ও মাওলানা বুরহান উদ্দীনের যৌথ পরিচলনায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জমিয়ত সভাপতি আরও বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো নিজেদের মধ্যে ইনসাফ তথা ন্যায় প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরের কর্তাগণ ইনসাফ ও ভারসাম্য বজায় রাখতে পারলে দেশে অনায়াসে শান্তি বিরাজ করবে। সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে সরকারের পাশাপাশি জনগণও ভূমিকা রাখতে হবে। জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক তার নির্বাচনী এলাকা সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের আওতাধীন গাজী বুরহান উদ্দীন রোডের সংস্কার, গাছবাড়ি টু হরিপুর রাস্তার মেরামত ও  প্রশস্তকরণ, সুরমা, কুশিয়ারা নদীর ডাইক নির্মাণ ও ব্লক স্থাপনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়াও তিনি কানাইঘাট জকিগঞ্জের বিভিন্ন অব্যবস্থাপনা, সমস্যা ও দুর্ঘটনার কথা উল্লেখ করে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং সাংবাদিকমহলকে এলাকার সঠিক সংবাদ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা শফিকুল হক সুরইঘাটি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা কেফায়াতুল্লাহ আজহারি, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, সিলেট জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা বেলাল আহমদ ইমরান, জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সেক্রেটারি মুফতি ইবাদূর রহমান প্রমুখ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status