বিশ্বজমিন
ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান
মানবজমনি ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন

ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার দিবাগত মধ্যরাতে তৃতীয় দফায় তেল আবিবকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আল জাজিরা জানিয়েছে, ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্রে অন্তত ২১ জন ইসরাইলি আহত হয়েছেন। পাশাপাশি রোববার বিকেল পর্যন্ত নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণাও দিয়েছে দেশটি। শুক্রবার ভোররাতে ইরানের ৮ শহরের শতাধিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। তার জবাবে এ পর্যন্ত তিন দফা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে। এই ক্ষেপণাস্ত্র হামলাকে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নাম দিয়েছে তেহরান। এদিকে ইরানের হামলা ঠেকাতে ইসরাইলকে সহায়তা করার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তেহরানে ইসরাইলি হামলার পর এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় এ ঘোষণা দেন তিনি। বলেছেন, ইরানের হামলার মোকাবিলায় ইসরাইলের প্রতিরক্ষায় অংশ নেবে ফ্রান্স। যদিও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি সমর্থন করছে না তার দেশ। ফ্রান্স মনে করে যেকোনো ইস্যু সমাধানের জন্য কূটনৈতিক চ্যানেল রয়েছে। তিনি যোগ করেন, ইসরাইলের প্রতি কখনই নিঃশর্ত সমর্থন দেয়নি ফ্রান্স।
পাঠকের মতামত
ম্যাখো তাদের নিজস্ব রুপে বের হয়ে এসেছে