বিশ্বজমিন
পাইলট আটকের দাবি ইরানের, নাকচ ইসরাইলের
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন

ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। পাশাপাশি এক পাইলটকে আটকের দাবিও করেছে তেহরান। তবে এই দাবি নাকচ করে দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের সংবাদমাধ্যম মিথ্যা বলেছে। এদিকে ইরানের হামলায় তেল আবিবে ধ্বসে পড়ার ঝুঁকিতে রয়েছে একটি আবাসিক ভবন। ইসরাইলি সংবাদপত্র হারেৎজ-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ধ্বসে পড়ার ঝুঁকিতে থাকা ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পুলিশ। ইসরাইল জানিয়েছে একশর কম ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। যেগুলোর খুব কম সংখ্যকই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
২
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত
৯