বিশ্বজমিন
ইসরাইলি হামলায় সমর্থনে ঝুঁকিপূর্ণ অবস্থানে ট্রাম্প
গ্যারি ও’ডোনাহিউ, বিবিসি
(২ সপ্তাহ আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন

ইসরাইল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থান বদলেছে । এখনও তা বদলাচ্ছেই। শুক্রবার রাতে ইসরাইল যখন ইরানে হামলা চালায়, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্রুত একে একতরফা পদক্ষেপ হিসেবে তুলে ধরেন, যেন ট্রাম্প প্রশাসন এর সঙ্গে জড়িত নয়— এমন ভাব দেখানোর চেষ্টা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানের প্রতি খোলাখুলিভাবে সমর্থন জানাতে শুরু করেছেন। তিনি ইরানে ইসরাইলের হামলাকে ‘চমৎকার’ বলেছেন এবং এই হামলায় ব্যবহৃত ‘দারুণ মার্কিন সামরিক সরঞ্জামের’ প্রশংসা করেছেন। হোয়াইট হাউস থেকেও জানানো হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মার্কিন সেনা সদস্যরা সহায়তা দিয়েছে। তবে দেশের ভেতরে ট্রাম্প এই অবস্থানে এসে কিছু ঝুঁকিতে পড়েছেন। রিপাবলিকান ও ট্রাম্পের রাজনৈতিক সমর্থকদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন প্রবল হলেও, বিদেশি যুদ্ধে যুক্ত হওয়া নিয়ে— বিশেষ করে ‘মেক আমেরিকা এগেইন’ অনুগামীদের মধ্যে গভীর সংশয় রয়েছে। ট্রাম্প বহুদিন ধরেই প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে, তিনি নতুন যুদ্ধে জড়াবেন না বরং চলমান যুদ্ধের অবসান ঘটাবেন। তিনি দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যেই থামাতে পারবেন এবং গাজায় আটক সব জিম্মিকে মুক্ত করবেন। এমনকি শুক্রবারই তিনি ইঙ্গিত দিয়েছেন, এ সপ্তাহান্তেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে কথা বলতে পারেন— যদিও তেহরান ইতিমধ্যেই সেই আলোচনা থেকে সরে এসেছে।
রাজনীতি মানে ফলাফল — আর প্রেসিডেন্ট এখন ঝুঁকিতে আছেন, কারণ এসব গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণে তিনি ব্যর্থও হতে পারেন।