ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

শমিতের কানাডার ক্লাবে আছে বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫, সোমবার
mzamin

এশিয়ান কাপ বাছাইপর্বে গত ১০ই জুন বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শমিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বল পায়ে নৈপুণ্য দেখিয়ে দেশের সমর্থকদের ভালোবাসা কুড়িয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরদিনই কানাডায় ফিরে গিয়ে শনিবার কানাডিয়ান প্রিমিয়ার লীগে তার ক্লাব ক্যাভালরি এফসির হয়ে মাঠে নামেন শমিত, যেখানে ছিল বাংলাদেশও। 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার ১১ জন ফুটবলারের ছবি পোস্ট করে ক্যাভালরি ক্লাব। সেখানে রয়েছেন ২৭ বছর বয়সী শমিতও। ছবিটি পোস্ট করা হয় ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেইজেও। পোস্টের ক্যাপশনে দেয়া হয়েছে ১০টি দেশের পতাকা, যেখানে আমেরিকার পতাকা রয়েছে দু’বার। একবার করে ব্যবহৃত হয়েছে বাংলাদেশ, সোমালিয়া, জার্মানি, জ্যামাইকা, পোল্যান্ড, ইতালি, কলম্বিয়া, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পতাকা। যিনি যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তার গায়ে শোভা পেয়েছে সে দেশের পতাকাসম্বলিত জার্সি। শমিতকে ঘিরে যেন শুভেচ্ছা, শুভকামনা উপচে পড়ছে ফেসবুকের সেই পোস্টে। বাংলাদেশ সময় ভোর ৪টায় পোস্ট করা ছবিটিতে ১১ ঘন্টায় রিয়্যাক্ট পড়েছে ১ লাখ ৫ হাজারের বেশি। এই সময়ের মধ্যে ক্যাভালরির অন্য দু’টি পোস্টের রিয়্যাক্ট স্রেফ ১৬৯ ও ১৬০০+। দুই পোস্ট মিলে কমেন্ট সংখ্যা একশ’র কিছু বেশি। আর একাদশের সেই পোস্টটিতে কমেন্ট সংখ্যা ৬ হাজার ছুঁই ছুঁই। অধিকাংশই এই বাংলাদেশি ফুটবলার শুমত সোমকে শুভকামনা জানিয়ে কমেন্ট। ওয়ান্ডারার্সের মাঠে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। স্বাগতিকদের হয়ে গোল করেন তিয়াগো কোয়েম্বরা আর ক্যাভালরির গোলটি পান ক্যানিজিয়া এলভা। শুরুর একাদশে থাকা শমিত সোম এদিন মাঠে ছিলেন ৬৮ মিনিট। ১০ ম্যাচে ৫ জয়, ৩ ড্র ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাভালরি। সমপরিমাণ ম্যাচে ৬ জয়, ৩ ড্র আর ১ হারে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো অটোয়া। 
এশিয়ান কাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টে সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সদস্য ও ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানান শমিত। বাছাইপর্বের পরবর্তী ম্যাচে আগামী ৯ই অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরপর ১৪ই অক্টোবর হংকংয়ের মাঠে খেলতে যাবে লাল সবুজের প্রতিনিধিরা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status