ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

করোনা শনাক্তদের এক মাস পর্যবেক্ষণে রাখবে স্বাস্থ্য বিভাগ

স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৫, সোমবার
mzamin

দেশে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। করোনা শনাক্তের হার প্রতিদিন গড়ে ১০ থেকে ১৩ শতাংশের মধ্যে ওঠানামা করছে। চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪  ঘণ্টায় দেশে ২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে সরকার। পজিটিভ রোগীদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আগামী এক মাস ফলোআপ করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্টগুলো সম্পর্কে জানা যাবে।

এদিকে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে সরকার। রোববার  থেকে পজিটিভ রোগীদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আগামী এক মাস ফলোআপ করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্টগুলো সম্পর্কে অবহিত হওয়া যাবে। তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে সংক্রমণ থেকে রক্ষা পেতে আগাম সাবধানতার কোনো বিকল্প নেই। বিশেষ করে যারা বয়স্ক মানুষ ও বিভিন্ন অসংক্রামক রোগে ভুগছেন তাদের বেশি সাবধানতা অবলম্বনে পরামর্শ দেন তিনি। রাজধানীসহ সারা দেশে বর্তমানে কতো শতাংশ রোগী করোনাভাইরাসে আক্রান্ত এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, এখন পর্যন্ত খুবই কমসংখ্যক ব্যক্তি নমুনা পরীক্ষার জন্য আসছেন। এই সংখ্যা শতাধিকের বেশি হবে না। এত অল্পসংখ্যক ব্যক্তির নমুনা দিয়ে শতাংশের হিসাব করলে সঠিক চিত্র পাওয়া যাবে না। তিনি আরও বলেন, স্বল্প সংখ্যক নমুনা হিসেবে আক্রান্ত রোগীর হার শতকরা ৮ থেকে ১২ শতাংশের মধ্যে থাকছে। শুধু একদিন ১৩ শতাংশের বেশি আক্রান্ত ছিল। তবে এই শতাংশের হিসাব দিয়ে সঠিক চিত্র পাওয়া যাবে না বলে তিনি পুনরায় উল্লেখ করেন। তিনি বলেন, যে কয়েকজন মারা গেছেন তাদের সবারই বয়স ৬০ বছরের বেশি। করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে আগের মতোই বয়স্ক ব্যক্তিরা বেশি ঝুঁকিপূর্ণ বলে তিনি জানান।

২৪ ঘণ্টায় করোনায় নতুন ২৬ রোগী শনাক্ত, একজনের মৃত্যু: দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত  হয়েছে। এ সময়ে করোনাভাইরাসে একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই মাসেই ভাইরাসটিতে ৪ জনের মৃত্যু হয়েছে।  গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন ২৬ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৫০৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ। এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪১০ জনে।

পাঠকের মতামত

কোথায় ফলোআপ করবেন কিভাবে ফলোআপ করবেন সে প্রক্রিয়াটা ব্যাখ্যা করা প্রয়োজন আছে এমনিতেই আমাদের দেশের রোগীরা কোন অসুখকে সুস্থতা বোধ করলে আপনি ফেরত আসে না। ফলো করার পদ্ধতিটি কি আপনারা নির্ধারণ করেছেন যাতে রোগী আবার আপনাদের সাথে যোগাযোগে থাকতে পারে।

সাহিল
১৬ জুন ২০২৫, সোমবার, ৪:১২ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status