বিশ্বজমিন
ইসরাইলের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা, জ্বলছে হাইফা
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

জ্বলছে হাইফা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে ইসরাইল ইলেকট্রিক কর্পোরেশন (আইইসি)। রোববার দিবাগত রাতের ভয়াবহ হামলার পর স্থানীয় বিদ্যুৎ গ্রিডে বিভ্রাট সৃষ্টি হয় এবং কিছু এলাকা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আইইসি বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুতের ঝুলন্ত তার ও খোলা সংযোগের কারণে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে প্রথমে এসব নিরাপত্তা ঝুঁকি নিরসনের কাজ করছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মেরামত এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাসপাতাল, কমিউনিকেশন টাওয়ার ও গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ জনগণকে খোলা তার বা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানিয়েছে এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রোববার দিবাগত গভীর রাতে ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে আছে আবাসিক ভবন, সামরিক স্থাপনা এবং একটি তেল শোধনাগার। এখন বিদ্যুৎ ব্যবস্থার ওপর সরাসরি হামলা দেশটির পরিকাঠামোকে আরও নাজুক করে তুলছে।
পাঠকের মতামত
Sobai santi chan, Amrao chai. 1 jon R 1 jon-k marbe, R se chup kore bose thakbe, atato hobe na. Asun sobai santi chai. Juddho bondo houk.
Just nothing compared to Gaza
Bravo IRAN whereas no other Muslim countries dare to attack the Zionist Israel .